ঢাকা: আইডিয়াল কলেজ ছাত্র খালিদ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে থাকা অবস্থায় ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পৌনে ১২টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক। তিনি বলেন, অসুস্থ অবস্থায় হাজী সেলিমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে তাকে নতুন ভবনের ১০৭ নাম্বার কেবিনে ভর্তি দেন চিকিৎসক।