স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তবর্তী সরকার বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার চায়। এ নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। যার জন্য বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৫ কার্যদিবসের মধ্যে এ কমিটি গঠন করা হবে। যে কমিটির সদস্যের সংখ্যা ৫ থেকে ৯ জন হতে পারে। সশস্ত্রবাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ সদস্যদের নিয়ে এ কমিটি গঠিত হবে বলেও জানান তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রতিটি অঙ্গনে সংস্কার কার্যক্রম শুরু হয়। সেই সঙ্গে শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া নানা কুকর্মের বিচার। যার ধারাবাহিকতায় নারকীয় বিডিআর হত্যাকাণ্ডেরও পুনঃতদন্তের দাবি ওঠে। এ নিয়ে হাইকোর্ট দায়ের করা রিটে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দেয়া হয়।
এ নিয়ে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর পুনঃতদন্ত নিয়ে কমিশন গঠনের ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে কমিশন গঠন নিয়ে গড়িমসি করায় গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়। এ অবস্থায় সকালে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন