চার দিনের সফর শেষে আজ ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে জাতিসংঘের মহাসচিব ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং শিশুরা জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দিয়ে অভ্যর্থনা জানায়।
সফরের দ্বিতীয় দিনে, শুক্রবার গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং লাখো রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেন।
তৃতীয় দিনে, গতকাল শনিবার, জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেয়। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোর সাথে গোলটেবিল বৈঠক করেন। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন।
এদিন বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের পর ইফতার ও আর্লি ডিনার সেশনে অংশ নেন।
এ সময় বাংলাদেশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন অ্যান্তোনিও গুতেরেস এবং বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন