সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা অপপ্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টকরি পতিত সরকারের এজেন্টদের অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা।
বুধবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান তিনি।
এলবার্ট পি কস্টা বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদের বসবাস করে আসছিলো। পতিত সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, অন্যায় অত্যাচার হয়েছে তা অবর্ণনীয়।
তিনি আরও বলেন, গত বছর মে মাসে পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তার এক বক্তৃতায় বাংলাদেশকে পূর্ব তিমুরের মতন একটি খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টা চলছে বলে যে বক্তৃতা দিয়েছিলেন তা নিঃসন্দেহে খ্রিস্টান সমাজের উপর নির্যাতন ও ধর্মীয় সহিংসতা লাগানোর চেষ্টা ছিলো মাত্র, উনার প্ল্যান ছিলো এই কথা বলার পর ধর্মপ্রাণ মুসলিম জনগণ খ্রিস্টানদের উপর হামলা করবে আর উনি সেটাকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের নিধন করবেন।
এতে আরও বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর প্রিয়া সাহা, রানাদাশ গুপ্ত, নির্মল রোজারিও গংরা পতিত সরকার ও একটি নির্দিষ্ট দেশের দালালি করে আবারও দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে দেশের বাইরে সংখ্যালঘু নির্যাতনের নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন অবিলম্বে এই সমস্ত অপপ্রচার বন্ধের আহ্বান জানাচ্ছে এবং যে সমস্ত রাষ্ট্র এই সমস্ত রাষ্ট্রদ্রোহীদের চক্রান্তে সংখ্যালঘু নির্যাতনের নামে লাফাচ্ছে তাদের এই দেশে এসে তদন্ত করার আমন্ত্রণ জানাচ্ছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন