বিভিন্ন পেশায় শ্রমিক আনার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া শিথিল করেছে কুয়েত সরকার। কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের কাজের দক্ষতা ও সুনামের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টার ফলে এ সুযোগ দেওয়া হয়েছে।
অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০০৭ সাল থেকে বাংলাদেশ, আফগানিস্তান, ইরানসহ কয়েক দেশের শ্রমিক ভিসায় প্রক্রিয়া কঠোরতা আরোপ করে কুয়েত সরকার। বর্তমানে দেশটিতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ প্রবাসী রয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে বাংলাদেশ দূতাবাসে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে কুয়েত প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সভায় প্রবাসী সাংবাদিকরা ভিসার ধরন সম্পর্কে না জানিয়ে, তথ্য গোপন করে উচ্চমূল্যে ভিসা বিক্রি করা ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং কম খরচে সরকারিভাবে অদক্ষ শ্রমিকের পাশাপাশি বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক আনার বিষয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা চান।
এ সময় রাষ্ট্রদূত ভিসার ধরন সম্পর্কে জেনে বুঝে কুয়েতে আসার অনুরোধ করেন। দূতাবাসের মাধ্যমে সত্যায়িত ভিসায় আসার পরে যদি কোনো শ্রমিক চুক্তি অনুযায়ী প্রতারিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে দূতাবাস।
পাসপোর্ট সংক্রান্ত সমস্যাসহ যে কোনো সমস্যায় প্রবাসীদের সরাসরি দূতাবাসের নির্দিষ্ট বিভাগে সেবা নেওয়ার অনুরোধ করেন রাষ্ট্রদূত।
আপনার মতামত লিখুন :