চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ঢাকায় পৌঁছেছেন প্রায় ২০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে, যার মধ্যে রয়েছেন প্রায় ১০০ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী।
সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, এ সফরে চীনের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের ঊর্ধ্বতন বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। শনিবার (৩১ মে) বিকেলে তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন।
রোববার (১ জুন) দিনব্যাপী পাঁচটি ম্যাচমেকিং সেশনে অংশ নেবেন চীনা ব্যবসায়ীরা, যেখানে বাংলাদেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে তারা সম্ভাব্য বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ২ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। এতে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আর চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও।
সূচি অনুযায়ী, এদিন গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের সঙ্গে চীনা ব্যবসায়ীদের পৃথক ম্যাচমেকিং সভা অনুষ্ঠিত হবে। এছাড়া চীনা প্রতিনিধিদলের একটি অংশ গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবে।
সরকারের কর্মকর্তারা আরও জানিয়েছেন, সফরের মূল উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা। আশা করা হচ্ছে, সফরকালে চীনা পক্ষ বাংলাদেশে নতুন কিছু বিনিয়োগের ঘোষণা দিতে পারে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, সফরে দ্বিপাক্ষিক আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা দূর এবং বাণিজ্য সহজীকরণ বিষয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। চীন এরই মধ্যে গত মার্চে এ বিষয়ে একটি খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন