ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

করোনা বাড়ায় মেট্রোরেলে মাস্ক পরার অনুরোধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০৬:০৬ পিএম

দেশে আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ প্রেক্ষাপটে মেট্রোরেল যাত্রীদের জন্য মাস্ক পরিধানের আহ্বান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (৯ জুন) ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেলে ভ্রমণরত সম্মানিত যাত্রীদের করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনস্বাস্থ্য বিবেচনায় এই অনুরোধ জানানো হয়েছে এবং যাত্রীদের ব্যক্তিগত সচেতনতা ও সতর্কতাই হতে পারে সংক্রমণ রোধে সবচেয়ে কার্যকর পন্থা।

এর আগে রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিনে পিসিআর ল্যাবে ৪৩টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতিবার একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

করোনার এই সাম্প্রতিক সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তরও জনসমাগমস্থলে মাস্ক পরাসহ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।