ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

ইরান থেকে দ্বিতীয় দফায় ফিরছেন আরও ৩২ বাংলাদেশি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৪:০০ এএম
ইরান থেকে মঙ্গলবার এই ৩২ জন দেশে ফিরছেন। ছবি- সংগৃহীত

ইরান-ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দ্বিতীয় দফায় ইরান থেকে দেশে ফিরছেন আরও ৩২ জন বাংলাদেশি। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে শারজাহ হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সোমবার (৭ জুলাই) তেহরান থেকে এয়ার এরাবিয়ার দুটি পৃথক ফ্লাইটে তাঁরা রওনা দেন। প্রথম ফ্লাইটে রয়েছেন ২২ জন এবং দ্বিতীয় ফ্লাইটে আরও ১০ জন।

এর আগে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে উদ্বেগ তৈরি হলে গত ১ জুলাই প্রথম দফায় ২৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। তাঁদের অধিকাংশই নারী, শিশু ও চিকিৎসাসেবা গ্রহণকারী ছিলেন। তাঁরা ২৫ জুন তেহরান থেকে সড়কপথে তাফতান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেন এবং পরে করাচি ও দুবাই হয়ে ঢাকায় ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানে অবস্থানরত প্রায় ২৫০ জন বাংলাদেশি ইতোমধ্যে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। তাঁদের ধাপে ধাপে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার।

তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ইরান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। ফলে অনেক বাংলাদেশিই এখন নিজ উদ্যোগে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।

ইরানে কতজন বাংলাদেশি?

ইরানে বর্তমানে আনুমানিক দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে রাজধানী তেহরানে আছেন প্রায় ৪০০ জন। সরকারিভাবে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন, যাঁদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।