সিআইডিকে জনআস্থাভাজন, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর তদন্ত সংস্থায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, বিপিএম। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় দিনে এই ঘোষণা দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। শুরুতেই ডিআইজি (এইচআরএম) মাহবুবুর রহমান সিআইডিকে ‘জাতীয় গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থা’ আখ্যা দিয়ে বলেন, ‘প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে হলে সিআইডিকে আধুনিক সফটওয়্যার, যানবাহন ও প্রশিক্ষিত জনবলের সমন্বয়ে এগোতে হবে।’ অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন ও ইন্টেলিজেন্স) এ. এফ. এম. আনজুমান কালাম এক বিশ্লেষণধর্মী উপস্থাপনায় সিআইডির বিবর্তন, পরিসংখ্যান ও কাঠামোগত চাহিদা তুলে ধরেন।
সভায় মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরেজমিন বাস্তবতা তুলে ধরে অবকাঠামো, যানবাহন ও প্রযুক্তি ঘাটতির দিকগুলো তুলে ধরেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সাফল্যের জন্য কয়েকজন কর্মকর্তাকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি, যা সভার অন্যতম অনুপ্রেরণাদায়ক অংশ হয়ে ওঠে।
সিআইডিপ্রধান মো. ছিবগাত উল্লাহ বলেন, ‘সিআইডি এখন আর কেবল একটি ঐতিহ্যবাহী ইউনিট নয়, এটি এক ‘ডাইনামিক ইনভেস্টিগেশন প্ল্যাটফর্ম’-এ রূপ নিচ্ছে, যেখানে আধুনিক ফরেনসিক ও ইন্টার-এজেন্সি ইন্টেলিজেন্স একযোগে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘সিআইডিকে তথ্যনির্ভর, স্বচ্ছ ও জনমুখী সেবা সংস্থা হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’
আইজিপি বাহারুল আলম তাঁর বক্তব্যে সিআইডির অতীত ঐতিহ্য স্মরণ করে বলেন, ‘জনগণের আস্থা ধরে রাখার ক্ষেত্রে সিআইডির পেশাদারিত্ব প্রশংসনীয়। প্রযুক্তির সঠিক ব্যবহার ও প্রশিক্ষণের মাধ্যমে তারা জটিল অপরাধ তদন্তে যে সক্ষমতা দেখিয়েছে, তা দৃশ্যমান।’ তিনি জানান, ‘প্রযুক্তি, অবকাঠামো ও যানবাহনের ঘাটতি কাটিয়ে উঠতে পুলিশ সদর দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।’
সমাপনী দিনে রাজশাহী ও রংপুর বিভাগ, ফরেনসিক, অর্গানাইজড ক্রাইম ও ডিটেকটিভ ট্রেনিং স্কুলের চলমান কার্যক্রম তুলে ধরা হয়। সভায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও বিশেষ পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।
সভায় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন সিআইডিপ্রধান। তিনি জানান, দুর্ঘটনার পরপরই সিআইডির ক্রাইমসিন টিম ও মেট্রো (নর্থ) টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন