রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি চারতলা আবাসিক ভবনে লাগা আগুন ১৬ মিনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৬টা ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। মাত্র ১৬ মিনিটের চেষ্টায় ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন লাগা ভবনের পাশে একটি মার্কেটও রয়েছে বলে জানান তিনি। ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হলেও তা আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। বিস্তারিত জানতে ফায়ার সার্ভিস তদন্ত করছে।