রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধস্তের ঘটনায় ৬টি অজ্ঞাত মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এখনও পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা-মাসহ দুজনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি। নমুনা সংগ্রহ ছাড়াও ছয়টি মরদেহ এবং ৫টি দেহাবশেষের ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করা হয়েছে।
ময়নাতদন্ত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুব্রত হাওলাদার এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি জামশেদ আলী।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়, যেহেতু এখনও ৬ জনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাই যারা তাদের সন্তান বা স্বজনকে খুঁজে পাচ্ছেন না, তাদের প্রতি বিনীত অনুরোধ— আমাদের প্রদত্ত তালিকায় যদি তাদের সন্তানের বা স্বজনের নাম না থাকে, তাহলে দয়া করে মালিবাগ সিআইডি ভবনে গিয়ে যোগাযোগ করুন এবং ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য সহযোগিতা করুন।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখনও পর্যন্ত ২৮ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৫টি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৮ জন। অপরদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এঘটনায় নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন ১৬৫ জন। মরদেহগুলো সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে রাখা হয়েছে।