বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:৩৬ পিএম

ঢাকায় এসেছে ভারতীয় চিকিৎসক দল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১১:৩৬ পিএম

ঢাকায় ভারতীয় চিকিৎসক দল। ছবি- সংগৃহীত

ঢাকায় ভারতীয় চিকিৎসক দল। ছবি- সংগৃহীত

উত্তরা বিমান দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছেন ভারতের চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের প্রতিনিধিদল। 

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় তারা ঢাকায় পৌঁছান।

ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন এবং দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, চার সদস্যের ওই প্রতিনিধিদলে রয়েছেন দুইজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুইজন প্রশিক্ষিত নার্স। তারা ভারতের রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক, যেগুলো দেশটির অন্যতম সরকারি বিশেষায়িত হাসপাতাল হিসেবে খ্যাত।

প্রতিনিধিদলের সদস্যরা বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি দুর্ঘটনায় আহত রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন। প্রয়োজন হলে ভারতে স্থানান্তর ও উন্নত চিকিৎসার সুপারিশও করতে পারেন।

প্রসঙ্গত, মঙ্গলবার ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি দগ্ধ হন। ঘটনার পরপরই ভারত সরকার বাংলাদেশের পাশে দাঁড়ানোর আগ্রহ জানায়।

গতকাল ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এক চিঠিতে জানায়, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহযোগিতার জন্য তারা প্রস্তুত এবং বাংলাদেশের প্রয়োজনীয়তা অনুসারে তাৎক্ষণিকভাবে সহায়তা পাঠানো হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দগ্ধদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে ভবিষ্যতে আরও চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।
 

Shera Lather
Link copied!