রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তায় চীনের একটি বিশেষ মেডিকেল টিম বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাচ্ছে। পাঁচ সদস্যের এই দলে রয়েছেন বার্ন, প্লাস্টিক সার্জারি ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সরা।
চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে জরুরি এই চিকিৎসা সহায়তা পাঠানো হচ্ছে। ঢাকায় পৌঁছেই মেডিকেল টিমটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে রোগীদের মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেবেন।
এ ছাড়া চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অনুমোদিত হাসপাতাল থেকে বিশেষজ্ঞরা ইতোমধ্যে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ চালিয়ে যাচ্ছেন। বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশুর কিডনি রোগ ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা আহতদের অবস্থা মূল্যায়ন ও চিকিৎসা পরিকল্পনায় অংশ নিচ্ছেন।
এর আগে গতকাল বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ভারত ও সিঙ্গাপুর থেকে পৃথক দুটি তিন সদস্যবিশিষ্ট মেডিকেল টিম ঢাকায় আসে। তারও আগে মঙ্গলবার (২২ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসে দগ্ধ রোগীদের চিকিৎসায় অংশ নেন।
এই সমন্বিত আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনায় গুরুতর দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।