ঢাকার নদী রক্ষায় ব্যতিক্রমী এক প্রস্তাব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেছেন, রাজধানীর বুড়িগঙ্গাসহ অন্যান্য নদী পরিষ্কার রাখতে চাইলে মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, এমনকি মন্ত্রীদেরও বছরে অন্তত দু’বার নদীতে গোসল করা উচিত। তার মতে, এমনটা হলে সাধারণ মানুষ নদীকে পরিষ্কার রাখায় উৎসাহিত হবে, আর নদী আপনাতেই পরিষ্কার হয়ে যাবে।
গত শনিবার (২৬ জুলাই) রাজধানীর একটি আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বক্তব্যটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।
এ প্রস্তাবের প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, একটি পোস্ট পড়ছিলাম। সেখানে লেখা আছে-ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুবার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে। এটা একজন জামায়াত নেতা বলেছেন। আমি সম্মান রেখেই বলছি, এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি, কিন্তু আমি একমত।
তিনি আরও বলেন, রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবেন। রাজনীতির প্রথা যদি সফল হতো, তাহলে আমাদের মতো কাউকে মধ্যস্থতা করতে হতো না। আমরা আসি সংকটকালীন সময়গুলোতে, কিন্তু শেষ সমাধানটি রাজনীতিবিদদের হাতেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, এই প্রস্তাবটি হয়তো প্রতীকী, কিন্তু তাতে নদী রক্ষায় রাজনৈতিক সদিচ্ছার অভাবের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।
বিশ্লেষকদের মতে, নদীর দূষণ রোধে শুধু প্রকল্প বা আইনের চেয়ে রাজনৈতিক নেতৃত্বের সচেতনতা ও অংশগ্রহণ আরও কার্যকর হতে পারে।
আপনার মতামত লিখুন :