সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৬:১২ পিএম

জুলাই ঘোষণাপত্র: ৮ জোড়া বিশেষ ট্রেনের সময়সূচি প্রকাশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৬:১২ পিএম

ট্রেন। ছবি -সংগৃহীত

ট্রেন। ছবি -সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ঢাকায় আসবেন। অনুষ্ঠান শেষে আবার একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন তারা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে এসব ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিয়ে আসা হবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র-জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। দিনে দিনেই রেলপথ মন্ত্রণালয় আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে সূত্র জানিয়েছে।

সরকারের ভাড়া করা ৮ জোড়া (১৬টি) ট্রেনের সময়সূচি—

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে রাত ১টায়।

জয়দেবপুর-ঢাকা-জয়দেবপুর

জয়দেবপুর থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টায় ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ৩০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে রাত ৯টা ১৫ মিনিটে।

নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট সকাল ১০টা ২৫ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বেলা ১১টা ১৫ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছেড়ে নারায়ণগঞ্জ পৌঁছাবে রাত ৮টা ২৫ মিনিটে।

নরসিংদী-ঢাকা-নরসিংদী

নরসিংদী থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৮টায় ছেড়ে নরসিংদী পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

সিলেট-ঢাকা-সিলেট

সিলেট থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৯টায় ছেড়ে সিলেট পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৪টা ৩০ মিনিটে।

রাজশাহী-ঢাকা-রাজশাহী

রাজশাহী থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৪টায়।

রংপুর-ঢাকা-রংপুর

রংপুর থেকে বিশেষ ট্রেনটি ৪ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ৫ আগস্ট সকাল ৮টা ৫০ মিনিটে। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত ৮টায় ছেড়ে রংপুর পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৫টায়।

ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা

ভাঙ্গা থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১টায়। একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টায় ছেড়ে ভাঙা পৌঁছাবে রাত ৮টা ৩০ মিনিটে।

এই সময়সূচি অনুযায়ী যাত্রা নিশ্চিত করতে আগ্রহী যাত্রীদের যথাসময়ে স্টেশনে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!