রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেইন রোডে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (বয়স আনুমানিক ৫০) নিহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে।
পথচারী আনোয়ার জানান, তিনি নিজ চোখে দেখেছেন ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন, এমন সময় একটি দ্রুতগতির ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন