রাজধানীর শ্যামলিতে মাইকেয়ার হেলথ হাসপাতাল আধুনিক ফোর-কে এন্ডস্কোপ অ্যান্ড ইমেজিং সিস্টেম মেশিন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই যন্ত্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অর্থোপেডিক, নিউরোসার্জনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের সার্জনগণ উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই প্রযুক্তির মাধ্যমে কাঁটাছেড়া না করেই ছিদ্রের মাধ্যমে মেরুদণ্ড, ব্রেন ও হাঁটুর অপারেশন করা সম্ভব হবে। বিশেষ করে, রোগীরা বাংলাদেশেই হাঁটু এবং কাঁধের অর্থোস্কোপি, এন্ডোসকপিক নিউরো ও স্পাইন সার্জারি করাতে পারবেন। ফলে, বিদেশে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা করানোর প্রয়োজন আর হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থোস্কোপিক সার্জন ও নিটোর অর্থোস্কোপিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ফিরোজুর রহমান। মাইকেয়ার হেলথ হাসপাতালের প্রধান নির্বাহী মোঃ জাহিরুল ইসলাম-এর সঞ্চালনায় মেশিনটির বিভিন্ন দিক তুলে ধরেন হাসপাতালের চীফ কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আব্দুল্লাহ আল রাফি, নিউরোসার্জন ডা. ফরহাদ আহম্মেদ ও ডা. মুজাহিদুল ইসলাম মামুন, এবং নী সার্জন ডা. জাকারিয়া বিন হামিদ।
মাইকেয়ার হেলথ হাসপাতালের এই নতুন প্রযুক্তি বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক এবং রোগী সুবিধাকেন্দ্রিক উদ্ভাবন হিসেবে স্বীকৃতি পাচ্ছে। চিকিৎসকরা আশা করছেন, দেশের মানুষ উচ্চমানের সার্জারির সুবিধা দেশেই পাবে, যা আগের তুলনায় অনেক সহজ এবং সাশ্রয়ী হবে।

