ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

গ্রেপ্তারের পরও আইভীর ‘দম্ভ’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৯:১৫ এএম
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি- সংগৃহীত

নানা নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পরও দম্ভ কাটেনি সাবেক এই মেয়রের।

গ্রেপ্তার হয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি। তাহলে এইভাবে আমাকে গ্রেপ্তার করতে হলো কেন?’

‘আমি কি জুলুমবাজ, আমি কি হত্যা করেছি, আমি কি চাঁদাবাজি করেছি, আমার এমন কোনো রেকর্ড আছে নারায়ণগঞ্জ শহরে কোনো বিরোধী দলকে আঘাত করেছি, তাহলে কিসের জন্য কী কারণে, কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে আমাকে গ্রেপ্তার করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই।’

গ্রেপ্তার হওয়ার আগেও দম্ভ দেখিয়েছিলেন আইভী। জানিয়েছিলেন, জেল থেকে হলেও নির্বাচন করবেন। তিনি চুনকার মেয়ে কাউকে ভয় পান না।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। আইভীর গ্রেপ্তারের খবরে তার সমর্থকরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার ঠেকাতে আইভীর বাড়ির চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি, বালু ফেলে সড়ক অবরোধ করেন সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে রওনা দেওয়ারও আহ্বান জানানো হয়।

রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখায় পুলিশ বাড়তি ফোর্স যুক্ত করে। এক পর্যায়ে আইভী পুলিশের কর্মকর্তাদের বলেন, ‘আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।’

এদিকে পুরো এলাকা ঘিরে ফেলার পর পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা রাতভর আইভীর বাড়িতে প্রবেশ করে সেখানে অবস্থান নেন। পরে শুক্রবার (৯ মে) ভোর সাড়ে ৫টায় শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে আসেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় একাধিক মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।’