রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকার ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে সংগঠনটি। পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
বহিষ্কৃত নেতারা হলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি। নিহত সোহাগের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় তাদের নাম উল্লেখ রয়েছে।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া জানান, ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মূল ফটকের সামনে জনসমক্ষে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে।
ঘটনার জেরে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন অভিযুক্ত দুই নেতাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্তগ্রহণ ও তা কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্ম বা অপরাধের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তাদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখতে।
এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আজীবনের জন্য বিএনপিও বহিষ্কার করেছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একইসঙ্গে, তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :