মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনাকে ঘিরে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, ‘এটি নিছক একটি দুর্ঘটনা। একে পুঁজি করে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, তারা হীন মানসিকতার পরিচয় দিচ্ছেন। এ ধরনের চিন্তা থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে।’
বুধবার (২৩ জুলাই) দুপুরে নরসিংদীর পলাশে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানুর মায়ের কুলখানি উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ড. মঈন খান বলেন, ‘বিএনপির পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে থাকা হবে এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য সতর্কতা অবলম্বন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বিএনপি কাজ করছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুঁইয়া মিল্টন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, জেলা পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামিদ, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 
                            -20250723204957.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন