বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, পদযাত্রার নামে বিএনপির বদনাম করাই এনসিপির মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে কলেজ ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে’ এই সভার আয়োজন করা হয়।
ইশরাক বলেন, একটি গোষ্ঠী জুলাই অভ্যুত্থানের একক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। তারা একটি ইজম তৈরি করে সেটিকে প্রতিষ্ঠিত করতে চাইছে, যা আমাদের রুখে দিতে হবে। জুলাই অভ্যুত্থান সামনে রেখে কেউ কেউ দুর্নীতি ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে।
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের কথা বলা হলেও গত এক বছরে দৃশ্যমান কোনো বিচার আমরা দেখিনি। কেন মাত্র একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, পাঁচটি করা হয়নি, এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে।
সরকারের ঘনিষ্ঠ মহলকে স্বৈরাচারী বলে আখ্যা দিয়ে ইশরাক বলেন, বর্তমান সরকারের চারপাশে বিগত আওয়ামী সরকারের দোসররা ঘিরে রেখেছে। তাদের প্রতিহত করাই এখন সময়ের দাবি।
সভায় কবি নজরুল সরকারি কলেজের গণঅভ্যুত্থানে নিহত চার শহীদ শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার, ওমর ফারুক, জিহাদ হোসেন ও তৌহীদুল ইসলামের স্মরণে ‘শহীদ চত্বর’ নির্মাণের ঘোষণা দেন ইশরাক।
সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব নাজমুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন