ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ভোটগণনার সময় শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:২৯ এএম
জামায়াত আমির ও শিক্ষিকা। ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটগণনার সময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তা’য়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন।’

উল্লেখ, আজ শুক্রবার সকালে দায়িত্ব পালনকালে ওই শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যাটাকের কারণে অচেতন হওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। এ ধরনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া (সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট) খুব দ্রুত ঘটে এবং তাৎক্ষণিক চিকিৎসা ছাড়া বাঁচানো প্রায় অসম্ভব।

জানা গেছে, মৃত জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। তিনি জাকসু এবং প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভোটগ্রহণ ও গণনার চাপের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।