রাজনীতিতে সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ধনী ও ক্ষমতাবানদের মধ্যে রাজনীতি সীমাবদ্ধ না থেকে, বরং সাধারণ নাগরিকদের হওয়া উচিত, যারা দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেন।
এক ভিডিও বার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, রাজনীতি কোনো দূরের বিষয় নয়, এটি সরাসরি মানুষের জীবনের দিকনির্দেশনা ঠিক করে। সরকার কীভাবে চলবে, রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে—সবকিছু রাজনীতির মাধ্যমে নির্ধারিত হয়।
তিনি বলেন, রাজনীতিকে ঘৃণা করার সময় শেষ। রাজনীতি শুধু টাকাওয়ালা বা ক্ষমতাবানদের বিষয় নয়। রাজনীতি হবে সাধারণ মানুষের।
২০২৪ সালের ৫ আগস্ট-জাতীয় সংসদ ভবন এলাকায় সাধারণ জনগণের প্রবেশের মুহূর্তটি স্মরণ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘সেদিন আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে এসেছিলাম। সেই স্বপ্ন এখনো পুরোপুরি পূরণ হয়নি, কিন্তু লড়াই থেমে যায়নি।’
তিনি শহীদদের স্মরণ করে বলেন, আন্দোলনের পেছনে দেশের সাধারণ মানুষ— বাবা-মা, বোন, তরুণ, ছাত্র সবাই ছিল। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
নাহিদ ইসলাম বলেন, সংসদই একটি দেশের দিকনির্দেশক প্রতিষ্ঠান, যেখান থেকে আইন প্রণয়ন হয়, সংবিধান রচিত হয়।
৫ আগস্ট জনগণ সংসদ ভবনকে দখলমুক্ত করেছিল, কারণ সেটি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তিনি বলেন, আগামী সংসদই হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদ— যেখানে সংস্কার পরিষদ গঠন করে ‘জুলাই সনদে’ ঘোষিত পরিবর্তনগুলো বাস্তবায়ন করতে হবে। দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে মুক্ত নতুন নেতৃত্বের আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চাই না সংসদে আগের মতো কালো টাকায় নির্বাচিত দুর্নীতিবাজ ও লুটেরা ব্যবসায়ীরা আসুক।’ তিনি চান, জনগণের প্রকৃত প্রতিনিধি, সৎ, দেশপ্রেমিক ও স্বপ্নবাজ মানুষরা নির্বাচনে অংশ নিক। তিনি সতর্ক করে বলেন, আগে যেমন দুর্বৃত্তদের হাতে সংসদ ছিল, এবার তা হতে দেওয়া যাবে না।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষক, অধ্যাপক, উদ্যোক্তা, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী, ছাত্রনেতা, আলেম, শ্রমিক ও কৃষক নেতাদের—দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশ নিতে এবং সংসদে প্রবেশ করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, ‘আপনার চিন্তা, আপনার অভিজ্ঞতা সংসদে দরকার। আপনি জানেন কীভাবে দেশের সমস্যা সমাধান করা যায়, তাহলে এবার নিজেই সংসদে আসুন।’
প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বিদেশে কাজ করেন, উন্নত দেশের অভিজ্ঞতা নিয়ে দেশে আসুন, রাজনীতিতে যুক্ত হোন।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়। এই সনদকেই সংসদের আইনি ভিত্তি দিতে হবে। রাজপথের আন্দোলনের ধারাবাহিকতা সংসদের ভেতরেও বজায় থাকবে। আমাদের লড়াই হবে গণতান্ত্রিকভাবে, তর্ক-বিতর্ক ও যুক্তির মাধ্যমে। সাহস, সততা ও জন-আস্থার রাজনীতি।’
তিনি বলেন, ‘রাজনীতি ভয়ের বিষয় নয়। মানুষ পরিবর্তন চায়, তারা নতুন, সৎ ও দেশপ্রেমিক মানুষকে দেখতে চায়। তিনি বলেন, সাহস নিয়ে আসুন। আমরা আপনার পাশে থাকব। টাকা নয়, মানুষের বিশ্বাসই হবে আমাদের মূল শক্তি।’
নাহিদ ইসলাম উল্লেখ করেন, “এনসিপি মনোনয়ন দিচ্ছে সেইসব স্বপ্নবাজ মানুষকে, যারা দেশ গড়তে চায় এবং এ নির্বাচনে দলের প্রতীক হবে ‘শাপলা কলি’, যা শুভ্রতা, নদীময়তা ও পুনর্জাগরণের প্রতীক। আজ আমরা কলি, ইনশাআল্লাহ একদিন ফুটবই।”



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন