ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

নির্বাচনে বিএনপি পাবে প্রায় ৩৯ শতাংশ ভোট

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০২:২৬ পিএম
সানেমের লোগো। ছবি-সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ১০০’র মধ্যে ৩৮.৭৬ শতাংশ ভোট পাবে বলে জানিয়েছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম)।  

সোমবার (৬ জুলাই) সংস্থাটির প্রকাশিত এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।

এ ছাড়া জরিপে অংশ নেওয়া তরুণরা মনে করেন, জামায়াত পাবে ২১. ৪৫ শতাংশ ভোট। অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে ৪.৫৯ শতাংশ ভোট। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫.৮৪ শতাংশ, জাতীয় পার্টি পাবে ৩.৭৭ শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট। 

জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।