জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো ‘জুলাই জাতীয় সনদ’-এর পূর্ণাঙ্গ খসড়া নিয়ে লিখিত মতামত দিয়েছে বিএনপি।
যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মতামত কমিশনে জমা দেওয়া হয়।
দলীয় সূত্র জানা গেছে, নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক স্বার্থে যতটুকু ছাড় দেওয়া সম্ভব, বিএনপি সেই জায়গায় ছাড় দিয়েছে। তবে সংবিধানের মূল কাঠামো ও আইনি বৈধতার বাইরে যাওয়া যাবে না বলেও দলটির অবস্থান স্পষ্ট করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের প্রত্যাশা, জুলাই জাতীয় সনদ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত হবে, স্বাক্ষরিত হবে এবং বাস্তবায়িত হবে। তবে অঙ্গীকারনামায় যেসব প্রস্তাব রাখা হয়েছে যেমন এই রাজনৈতিক সমঝোতার দলিলকে সংবিধানের উপরে স্থান দেওয়া বা কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এসব বিষয় আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, আলাপ-আলোচনার মধ্য দিয়েই আইনি বৈধ ও সাংবিধানিক প্রক্রিয়া খুঁজে বের করা সম্ভব।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই লিখিত মতামত জমা দেওয়ার মধ্য দিয়ে ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি তৈরি হলো। এর মাধ্যমে ভবিষ্যতের নির্বাচনী সমঝোতার পথ আরও স্পষ্ট হবে বলে তারা মনে করছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন