বিএনপির স্থগিত নেতা ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মূলত ড. মুহাম্মদ ইউনূসের দল এবং এর সঙ্গে জামায়াতের সরাসরি যোগাযোগ রয়েছে। তার দাবি, দেশে প্রকৃতপক্ষে জামায়াতই প্রভাব বিস্তার করে দেশ চালাচ্ছে।
সম্প্রতি বিএনপি থেকে তিন মাসের জন্য চেয়ারপারসনের উপদেষ্টা পদে স্থগিত হওয়া ফজলুর রহমান একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘ড. ইউনূসের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল আর জামায়াতের সঙ্গে তার রাতের যোগাযোগ রয়েছে। প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে।’
সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার প্রসঙ্গে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে লতিফ সিদ্দিকীর অবদান অপরিসীম। ৮৭ বছরের একজন বীর মুক্তিযোদ্ধাকে আটক করা হলো, সভা ভেঙে দেওয়া হলো, এটি অপমানজনক। যারা এ কাজ করেছে, তারা ইতিহাসের পরিণাম বুঝছে না। তাদের পেছনে এমন একটি কালো শক্তি রয়েছে যারা দেশ দখল করার চক্রান্তে লিপ্ত।’
ফজলুর রহমান বলেন, ‘আমি সবসময় বলি, দেশটা কার্যত পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এ দেশ স্বাধীনতাবিরোধী শক্তির হাতে বন্দি। মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীনতার সংগ্রামের কথা ভবিষ্যতে বলা যাবে কি না সন্দেহ আছে। মুক্তচিন্তাও এখানে দমিয়ে দেওয়া হচ্ছে।’
নিজের পদ সাময়িক স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি জানান, ‘আমি এখনো বিএনপিতেই আছি। তিন মাস পরে তারা চাইলে আমাকে নেবে, আমিও থাকতে পারি। তবে বিএনপির উচিত, এখনই রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা। লতিফ সিদ্দিকীসহ যারা আটক হয়েছেন, তাদের মুক্তির দাবিতে কঠোর অবস্থান নিতে হবে।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিরপেক্ষ ব্যক্তি দাবি করা যায় না বলে মন্তব্য করেন তিনি। তার সন্তানসুলভ একটি দল আছে, যাদেরকে তিনি সুবিধা দেন। ফলে তার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গত এক বছরে তিনি প্রমাণ করেছেন তিনি কোনোভাবেই পক্ষপাতমুক্ত নন, বলেন ফজলুর রহমান।
জামায়াতের প্রভাব নিয়ে ফজলুর রহমান বলেন, ‘সমস্ত ব্যাংক, অর্থনীতি, ইসলামী ব্যাংক থেকে শেয়ার বাজার পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে। তাদের প্রভাবেই প্রশাসনের বিভিন্ন পদে পরিবর্তন হচ্ছে। এসপি-ডিসি থেকে শুরু করে সচিব পর্যায় পর্যন্ত জামায়াতের প্রভাব বিস্তার করছে। বিএনপি যত দ্রুত এটি বুঝবে, ততই দেশের জন্য মঙ্গল।’
তিনি আরও বলেন, দেশের মানুষকে সতর্ক হতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্ম হয়ে এই অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে।