আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
ড. মাসুদ বলেন, ‘যারা অন্তর্বর্তী সরকার গঠন করেছে, সেই ছাত্র-জনতা আজ স্পষ্টভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। আমরা চাই, দুপুরের মধ্যেই সব রাজনৈতিক দলকে নিয়ে এ সিদ্ধান্ত ঘোষণা করা হোক।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। আজ দেশের প্রত্যেক দেশপ্রেমিক নাগরিক এ দাবি করছে, গণতন্ত্র ও মানবাধিকারের স্বার্থে দলে দলে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় জনগণ।’
ড. মাসুদের ভাষ্য, ‘আমরা এখানে কোনো রাজনৈতিক পরিচয়ে আসিনি, এসেছি জনগণের প্রতিনিধি হিসেবে। আমরা আশা করি, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
বিক্ষোভে অংশ নেয়া সংগঠনের মধ্যে ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চ এবং ইসলামী ছাত্রশিবির। কর্মসূচিটি শুরু হয় বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা। আজ নয় মাস পরেও সে দাবি বাস্তবায়ন না হওয়ায় আবার রাজপথে নামতে হয়েছে।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ‘আমরা সময় দিতে দিতে ক্লান্ত। এবার চূড়ান্ত পদক্ষেপ দেখতে চাই।’
এদিকে যমুনার সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও র্যাব। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড বসিয়ে আন্দোলনকারীদের চলাচল সীমিত করা হয়েছে।

 
                             
                                    -20250509100140.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন