ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনে যাচ্ছে জামায়াত প্রতিনিধিদল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৪:৩৪ পিএম
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে পাঁচ দিনের সফরে চীন যাচ্ছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। ছবি- সংগৃহীত

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে পাঁচ দিনের সফরে চীন যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। আগামী ১১ জুলাই শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত চলবে এই সফর।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল সফরে অংশ নিচ্ছে। দলে রয়েছেন জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা।

চীন সফর উপলক্ষে মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাস এক সংবর্ধনার আয়োজন করে। সেখানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন।

এর আগে গত মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও সিপিসির আমন্ত্রণে চীন সফর করে।