বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চিকিৎসায় প্রয়োজন হলে সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২০ জুলাই) ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, জামায়াত আমির অসুস্থ হওয়ার খবর পেয়ে সেনাপ্রধান সরাসরি ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং জানান, চিকিৎসা সহায়তায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। এ সময় সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামায়াত আমির।
এর আগে আরও একটি ফেসবুক পোস্টে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন, সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। এ সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান।
প্রথমে তাকে ঘিরে ধরেন নেতাকর্মীরা। কিছুক্ষণ পর বসে থেকেই বক্তব্য দিলেও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।
রাত ৯টা ১৫ মিনিটে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বাসায় ফিরে আসেন তিনি।
এরপরের পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি। আজকের সমাবেশে বিঘ্নের জন্য আন্তরিকভাবে দুঃখিত। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রেখেছেন।’
জামায়াত আমির তার পোস্টে আরও জানান, অসুস্থ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও তার খোঁজ নিয়েছেন।
এ ছাড়াও বিভিন্ন দেশি-বিদেশি শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি সরকারের কিছু উপদেষ্টাও শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।
সবার ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমির আরও লেখেন, রাব্বুল আলামিন যেন তার এ গোনাহগার গোলামকে বাকি জীবন মানবতার কল্যাণে তার পছন্দমতো কাজ করার তৌফিক দান করেন। আমিন।
আপনার মতামত লিখুন :