জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ‘পথপ্রদর্শক’ হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (১১ মে) রাত ৯টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন সারজিস। পোস্টে তিনি লেখেন, ‘এত কিছু ভীড়ে আমরা আমাদের পথপ্রদর্শক, আমাদের আপোষহীন সহযোদ্ধাকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছি।’
সারজিস বলেন, ‘হাজারো খুনের নির্দেশদাতা হাসিনা এবং তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিষয়ে যখন ধীরে ধীরে নরমালাইজেশন প্রক্রিয়া চলছিলো, নানা স্বার্থকে প্রাধান্য দিয়ে যখন জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিগুলোর মধ্যে দল-মতের মধ্যে পার্থক্য আরো স্পষ্ট হচ্ছিলো, খুনিরা যখন আবারো তাদের শাখা-প্রশাখায় রক্তখেকো রূপে ফিরছিলো, সন্ত্রাসীরা যখন জুলাইয়ের সহযোদ্ধাদের দিকে আবারো শকুনের দৃষ্টিতে তাকাচ্ছিলো তখন তুমি আবারো জুলাইকে ধারণ করে, সর্বাগ্রে প্রাধান্য দিয়ে রাজপথে নামার ডাক দিয়েছো।’
তিনি আরও বলেন, ‘অতঃপর ফ্যাসিবাদ বিরোধী জুলাইয়ের শক্তি নয় মাস পরে আবারও ঐক্যবদ্ধ হয়ে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কফিনে প্রথম পেরেক মেরেছি। আমরা ঐক্যবদ্ধভাবে বাকি পেরেকগুলোও মারবো ইনশাআল্লাহ।’
পোস্টের শেষে এনসিপি নেতা বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ,তোমাকে অভিবাদন সহযোদ্ধা।’