একাত্তর ইস্যু সমাধানে পাকিস্তান প্রস্তুত আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারি।
শনিবার (২৩ আগস্ট) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটোয়ারি বলেন, ‘একাত্তর ইস্যু সমাধানে পাকিস্তান প্রস্তুত আছে বলে আশ্বাস দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী’
এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন বলেন,বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের জায়গা রয়েছে। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের আধিপত্যবাদ থাকবে না, এমনটাই প্রত্যাশা এনসিপির।’
এর আগে, শনিবার (২৩ আগস্ট) দুপুরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সফরকালে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

 
                            -20250823192440.png) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন