ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন সারজিস

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:৪৭ এএম
সারজিস আলম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।

সোমবার (১ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপিকে শুভেচ্ছা জানান তিনি । 

শুভেচ্ছা বার্তায় সারজিস আলম বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠা ঘোষণা করেছিলেন। আজ দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলটি আলোচনা সভা, শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।