যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করছে সংযুক্ত আরব আমিরাতে বসবারত প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশ মিশন। মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচী হাতে নিয়েছে আবুধাবী বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই।
আজ সোমবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে তালমিলিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচীর সূচনা করেন কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর আশিষ কুমার সরকার, শ্রম কাউন্সেলর আব্দুস সালাম, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, দূতালয় প্রধান আশাফাক হোসেনসহ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। পতাকা উত্তোলন শেষে মহান ৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আন্দোলন সংগ্রামে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, দীর্ঘ ১৬ বছর পর প্রবাসে কোন রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যরা। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের পতাকা উত্তোলন কর্মসূচীতে এক সারিতে দেখা যায় তাদের। এতে অংশ নেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দীন, আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুস সালাম খান, প্রকৌশলী মাহে আলম, আমিনুল ইসলাম এনাম, আবু সাহেদ রাসেল, জাহাঙ্গীর আলম রুপু, মুজিবুল হক মঞ্জু, মোহাম্মদ শহীদসহ আরও অনেকে।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গনে।

আবুধাবী: অপরদিকে পতাকা উত্তোলন, দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাস। সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফায়ার্স মোহাম্মদ মিজানুর রহমান। পতাকা উত্তোলন শেষে দূতাবাস মিলনায়তনে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র ‘আধার পেরিয়ে’ প্রদর্শন করা হয়।
বক্তারা, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ও আদর্শের পরিপূর্ণ রূপ দিতেই ২৪ এর জুলাই-আগস্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থান। ৭১ ও ২৪ এর শহীদ ও যোদ্ধাদের আকাক্সক্ষার সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। 
অনুষ্ঠানে আবুধাবীতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, দিবসটি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুটি মিশনে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন