ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তির উদ্দেশে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী সব শক্তির প্রতি আহ্বান- অপ্রত্যাশিতভাবে তৈরি হওয়া বিভাজন আমাদের দূর করতে হবে। দেশ ও জাতির স্বার্থে আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই ঐক্য অপরিহার্য।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের পতনে যেসব দেশি-বিদেশি গোষ্ঠী ক্ষুব্ধ, তারা আজ এই বিভাজনের সুযোগ নিতে চাচ্ছে। আমরা এক থাকায় দেড় যুগের দমননীতি ভেঙে দিতে পেরেছিলাম। এখন খণ্ড-বিখণ্ড হলে সেই পুরোনো অপশক্তিরাই ফিরে আসার সুযোগ পাবে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের এই ঐক্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষায় নয়। এই ঐক্য দেশের জন্য, জাতির জন্য। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সময় যেভাবে আমরা এক হয়েছিলাম, তেমনি এখনো দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আপনার মতামত লিখুন :