শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শাহীনুর ইসলাম শানু

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ১২:২৫ এএম

৯ কোম্পানির লভ্যাংশ বণ্টনে সাড়া নেই

শাহীনুর ইসলাম শানু

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ১২:২৫ এএম

৯ কোম্পানির লভ্যাংশ বণ্টনে সাড়া নেই

ছবি: রূপালী বাংলাদেশ

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানির অবণ্টিত লভ্যাংশ রয়েছে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিগুলোতে দীর্ঘদিনের জমে থাকা লভ্যাংশ ১৫ ডিসেম্বরের মধ্যে প্রদানের নির্দেশ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

নির্দেশনা বহাল থাকলেও অধিকাংশ কোম্পানির পরিচালক তা আমলে নেননি। সবচেয়ে বেশি অবণ্টিত লভ্যাংশ রয়েছে ল্যুব-রেফ বাংলাদেশে। মোট ২ কোটি ৩৫ লাখ টাকা অবণ্টিত রেখেছে কোম্পানি কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিডি পেইন্টস ৯৭ লাখ টাকার মধ্যে ৯২ লাখ টাকা প্রদান করেছে বলে গতকাল জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। যদিও আজ রোববার অবণ্টিত লভ্যাংশ প্রদানের শেষ দিন।

কমিশন সভায় ৩১ অক্টোবর এডভেন্ট ফার্মাকে ৩০ নভেম্বরের মধ্যে অবণ্টিত লভ্যাংশ প্রদানে নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের নির্দেশ দিলেও এডভেন্ট ফার্মা লভ্যাংশ দেয়নি। ব্যর্থ বা ‘নন কমপ্লায়েন্স হলে কমিশন ব্যবস্থা নেবে’ বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

কোম্পানিগুলোর পরিচালকেরা লভ্যাংশ প্রদানে ব্যর্থ হলে শাস্তির আওতাভুক্ত করা হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ১৫ ডিসেম্বরের মধ্যে পরিশোধের শেষ দিন। পরিপালনে ব্যর্থ কোম্পানির স্বতন্ত্র পরিচালক ছাড়া সব পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে ব্যক্তিগতভাবে জরিমানা আরোপ করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

জানতে চাইলে নিয়ন্ত্রক সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাইল করিম রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমার বিনিয়োগকারীদের লভ্যাংশ সুরক্ষা দিতে চাই। কোম্পানি ঘোষণা দিয়ে ব্যর্থ হলে বা নন কমপ্লায়েন্স হলে কমিশন তাদের বিরুদ্ধে নেবে। নতুন করে কোনো সময় বাড়ানো হবে না।

অন্তর্বর্তী সরকারের নতুন কমিশন সভায় ৯ কোম্পানিকে লভ্যাংশ প্রদানের নির্দেশ দেওয়া হয়। তার মধ্যে চারটি মূল শেয়ারবাজারে এবং পাঁচটি এসএমই বোর্ডে তালিকাভুক্ত। মূল শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হচ্ছে সাফকো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস, ল্যুব-রেফ বাংলাদেশ ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন। এসএমই বোর্ডে তালিকাভুক্ত ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, মামুন এগ্রো প্রডাক্টস, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সিড এবং বিডি পেইন্টস।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্দেশনা পরিচালনা ব্যর্থতায় ল্যুব-রেফ বাংলাদেশের এমডি ও পরিচালকদের এককভাবে সর্বাধিক ২ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। অ্যাসোসিয়েটেড অক্সিজেনের এমডি ও পরিচালকদের জরিমানা গুনতে হবে ১ কোটি ৯১ লাখ টাকা করে।

একইভাবে সাফকোর ক্ষেত্রে জনপ্রতি ২০ লাখ টাকা করে, প্যাসিফিক ডেনিমসের ক্ষেত্রে ১৩ লাখ টাকা, এডভেন্ট ফার্মার ক্ষেত্রে ৪ লাখ টাকা, ওরিজা এগ্রোর ৪৭ লাখ টাকা, মামুন এগ্রোর ১৩ লাখ টাকা, কৃষিবিদ ফিড ও কৃষিবিদ সিডের ক্ষেত্রে ১০ লাখ টাকা করে এবং বিডি পেইন্টসের ক্ষেত্রে জনপ্রতি ৯৭ লাখ টাকা করে জরিমানা গুনতে হবে।

অক্টোবর মাসে বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এডভেন্ট ফার্মাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অবণ্টিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়। তবে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়েও (গতকাল) তা প্রদানে ব্যর্থ হয়েছে।

জানতে চাইলে এডভেন্ট ফার্মার কোম্পানির সেক্রেটারি দেলোয়ার হোসাইন বলেন, ১০, ২২ বা ৩০ টাকা করে লাখ দেড়েক টাকা এখনো বকেয়া আছে। তবে আমরা দেওয়ার চেষ্টা করছি। অনেকের ব্যাংক হিসাবেও সমস্যা রয়েছে, যার কারণে আমরা নতুন করে বিজ্ঞপ্তি দেব। বকেয়া টাকা তারা যেন নিয়ে যান, বলেনন তিনি। তবে কোম্পনির অবণ্টিত লভ্যাংশের পরিমাণ ৪ লাখ টাকা।

বিডি পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক বেলাল খান বলেন, ৯৭ লাখ টাকা জরিমানার মধ্যে ৯২ লাখ টাকা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার আমরা টাকা জমা দিয়েছি। অনেকের ব্যাংক হিসাব নম্বর ঠিক নেই, যার কারণে বাকি ৫-৬ লাখ টাকা দিতে পারিনি। তবে সব ঠিক হয়ে গেলে সেগুলোও দেওয়া হবে।

ল্যুব-রেফ বাংলাদেশের মোট ২ কোটি ৩৫ লাখ টাকা অবণ্টিত রয়েছে। লভ্যাংশ প্রদান সম্পর্কে ল্যুব-রেফ বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি মশিউর রহমান, এসিএস বলেন, ‘আমাদের এমডি ও পরিচালক এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তবে পরিশোধ করা বাধ্যতামূলক। শিগ্্গিরই অবণ্টিত লভ্যাংশ প্রদান করা হবে।’

দ্বিতীয় ধাপে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন রিমিটেড। তথ্য জানতে কোম্পানির সিএফও দেলোয়ার হোসাইন ও কোম্পানি সেক্রেটারি মোস্তাফিজুর রহমানকে গতকাল একধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

আরবি/জেডআর

Link copied!