ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

বিসিবির নির্বাচনে অংশ নেবেন ফারুক 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৪:৪৭ পিএম
বিসিবি পরিচালক আকরাম খান ।। ছবি: সংগৃহীত

ব্যাপক আন্দোলনের মধ্যে গত বছর আগস্টে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব ছাড়েন নাজমুল হাসান পাপন। তার স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। 

সভাপতির দায়িত্ব নেওয়ার আগেও প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছিলেন ফারুক আহমেদ। যদিও বোর্ড সভাপতি হিসেবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। নানা ইস্যুতে বিতর্কের মুখে পড়েছেন।

এদিকে, চলতি বছর অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে। গুঞ্জন আছে, আসন্ন এ নির্বাচনে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ফারুক।

তবে তাকে নিয়ে সম্প্রতি ওঠা অভিযোগের কারণে ধারণা করা হচ্ছিল তিনি পরবর্তী বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। 

সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। এ নিয়ে সম্প্রতি এক টকশোতে তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তার এই দুর্নীতিবিরোধী অবস্থানেরই অংশ।’

তবে নির্বাচনী কৌশল বা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, বোর্ডের একটি চক্র যারা অতীতে দুর্নীতিতে যুক্ত ছিল, তারা এখনো সক্রিয় এবং আমাকে হেয় করার চেষ্টা করছে। তারা ভাবে, যদি চারটি মিথ্যা লেখা প্রকাশ পায়, আমি পদত্যাগ করে ফেলব।’

ফারুক বলেন, ‘এটা পরিকল্পিত খেলা। এখন আমি মনে করি, লড়াইটা আমাকে করতেই হবে। আমি যদি সরে যাই, সমস্যার সমাধান হবে না।’

নতুন সরকার ক্ষমতায় এলে তার বর্তমান পদ ধরে রাখা সম্ভব হবে কি না- এমন প্রশ্নে কৌশলী জবাব দেন ফারুক। বলেন, ‘বিষয়টা ভবিষ্যতের জন্য রেখে দিই। নির্বাচন যে কতটা জটিল, সেটা বোঝার জন্য সময় লাগবে। তবে এটুকু বলতে পারি—আমি যতদিন থাকি, ততদিন চেষ্টা করব ক্রিকেট থেকে দুর্নীতি মুছে ফেলার।’