বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) যোগ দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোম।
হামজা চৌধুরীর পর আরেক হাই-প্রোফাইল কানাডিয়ান ফুটবলার সামিত সোমকে পাওয়ার অপেক্ষা করছে বাংলাদেশ।
বাফুফের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে সামিত সোমের। লাল-সবুজ জার্সিতে খেলতে চান তিনি।
বাংলাদেশের হয়ে খেলতে পাসপোর্টসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বাংলাদশি বংশোদ্ভূত এই ফুটবলারকে। ১০ জুন ঢাকায় সামিত সোমকে খেলাতে হলে বাফুফেকে ৩ জুনের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
এর মধ্যে সর্বপ্রথম সামিত সোমের বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে। তাই আজ পাসপোর্টকেই বেশি গুরুত্ব দিয়েছেন সামিত।
সামিতের পাসপোর্ট হওয়ার পর কানাডিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র সংগ্রহ করে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে হবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত মিললেই তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।
সামিত সোমের জন্ম কানাডায় হলেও তার বাবা-মা বাংলাদেশি। বাবা মায়ের সূত্রে তিনিও বাংলাদেশের হয়ে খেলতে পারবেন নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। সেক্ষেত্রে সামিতকে বাংলাদেশের পাসপোর্ট করতে হবে। তার পাসপোর্টের আগে তার বাবা-মায়ের কাগজপত্র হালনাগাদ প্রয়োজন।