লা লিগায় শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। রেলিগেশন নিশ্চিত হওয়া রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
শনিবার (৩ মে) ভায়াদোলিদের ঘরের মাঠে আতিথ্য গ্রহণ করে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এদিন মূল একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন হ্যান্সি ফ্লিক।
তুলনামূলক অনভিজ্ঞ একাদশ নিয়ে মাঠে নামা বার্সা এদিন শুরুতেই গোল হজম করে। ম্যাচের ষষ্ঠ মিনিটে ভায়াদোলিদকে এগিয়ে দেন ইভান সানচেজ। তার শট বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর পায়ে লেগে দিক বদলে গোলরক্ষক টের স্টেগেনকে পরাস্ত করে জালে জড়ায়।
প্রথমার্ধে তেমন কোনো আক্রমণ তৈরি করতে পারেনি বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। এ সময় রাফিনিয়া, ইয়ামালরা মাঠে নামলে গতি পাই বার্সা।
ম্যাচের ৫৪তম মিনিটে ভায়াদোলিদ গোলরক্ষকের ক্লিয়ার করা বল পেয়ে যান রাফিনিয়া। সেখান থেকে তার জোরালো শটেই সমতায় ফেরে বার্সা।
এর ৬ মিনিট পর বার্সাকে এগিয়ে দেন ফারমিন লোপেজ। বক্সের বাইরে থেকে তার নিচু শট জড়িয়ে যায় জালে। শেষ দিকে ইয়ামাল একটি নিশ্চিত গোলের সুযোগ পেলেও তার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার আন্তোনিও কানদেলা। শেষ পর্যন্ত ২-১ স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।