ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় রানের পথে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৫:৫৬ পিএম
৯৫ বলেই শতক পূর্ণ করেন মেন্ডিস।। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও আসলঙ্কার ফিফতিতে বড় সংগ্রহের পথে রয়েছে শ্রীলঙ্কা।

আজ মঙ্গলবার (৮ জুলাই) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।

খেলার শুরুতেই ব্যাট হাতে ধাক্কা খান লঙ্কানরা। সাকিবের বলে শান্তর হাতে মাত্র ১ রানের মাথায় ক্যাচ দিয়ে আউট হন নিশান মাদুশকা। প্রথম উইকেট হারিয়ে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার জুটিতে ঘুড়ে দাঁড়িয়ে আবারও উইকেট হারান শ্রীলঙ্কা।

দলীয় ৬৯ রানের মাথায় লঙ্কান ব্যাটিং ইউনিটে আঘাত করেন তানভীর। ৪৭ বলে ৩৫ রান করে তানভীরের বলে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নিশাঙ্কা।

নিশাঙ্কা আউট হলেও আসালঙ্কাকে সাথে নিয়ে দলকে টেনে নেওয়ার দায়িত্ব নিজের কাধে তুলে নেন কুশল। মাত্র ৯৬ বলে তুলে নেন শতক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২২২ রান।

৬৬ বলে ৫৭ রান নিয়ে খেরছেন লঙ্কান অধিনায়ক আসালঙ্কা ও ১০১ বলে ১১০ রানে ব্যাট করছেন কুশল মেন্ডিস।

বল হাতে বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট তুলে নেন মেহেদী মিরাজ, তানভীর সলাম ও তানজিম হাসান সাকিব।