বয়স মাত্র ১৮ হলেও স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামাল তার অসাধারণ ফুটবল প্রতিভার মাধ্যমে এরই মধ্যে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন।
বার্সেলোনার এই 'ওয়ান্ডারকিড' একের পর এক রেকর্ড গড়ে চললেও, খেলার বাইরের কিছু ঘটনা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।
সাম্প্রতিক সময়ে ইয়ামালের ১৮তম জন্মদিন নিয়ে বিতর্কের পর এবার তার সম্মানে তৈরি একটি দেয়ালচিত্র নষ্ট করার ঘটনা ঘটেছে।
বার্সেলোনার ভিলা দে গ্রাসিয়া অঞ্চলের প্লাসা জোয়ানিক এলাকায় সম্প্রতি একটি দেয়ালচিত্র উন্মোচন করা হয়, যেখানে 'সুপারম্যান'-এর পোশাকে ইয়ামালকে ফুটিয়ে তুলেছিলেন ইতালিয়ান নগরশিল্পী সালভাতরে বেনিনতেন্দে, যিনি 'টিভিবয়' নামে পরিচিত।
কিন্তু এই দেয়ালচিত্রটি নষ্ট করা হয়। দুর্বৃত্তরা দেয়ালচিত্রটির ওপর এবং আশপাশে 'স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ' গল্পের সাতটি বামন চরিত্র এঁকে তা আংশিকভাবে ঢেকে দেয়। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
স্প্যানিশ সংবাদমাধ্যম থেকে জানা গেছে, দেয়ালচিত্র নষ্ট করার এই কাজটি দুর্ঘটনাবশত ছিল না। ইয়ামালের ১৮তম জন্মদিনে বামন মানুষদের ভাড়া করে পার্টি করার একটি ঘটনাকে কেন্দ্র করে এই কাজ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সেই সময়ে স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রণালয় এই ঘটনার তদন্তের অনুরোধও করেছিল। ইয়ামালের জন্মদিনের পার্টি নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল।
দুর্বৃত্তরা সেই বিতর্কিত ঘটনার সঙ্গে দেয়ালচিত্রটিকে যুক্ত করে এক ধরনের প্রতিবাদ বা উপহাসের চেষ্টা করেছে।
যদিও এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালের নষ্ট হওয়া দেয়ালচিত্রের যে ছবি ছড়িয়েছিল, সেগুলো এআই (AI) দিয়ে তৈরি বলে পরে জানা যায়, কিন্তু এবার সত্যিকার অর্থেই দেয়ালচিত্রটি নষ্ট করা হয়েছিল।
অপরদিকে এদিকে যে শিল্পী দেয়ালচিত্রটি এঁকেছিলেন, তিনিই গতকাল বিকেলে সেটিকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন বলে জাসা গেছে।
আপনার মতামত লিখুন :