বিবিসি ও ক্রিকভিজের যৌথ জরিপে বিশ্বের সেরা ৭ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই তালিকায় প্রথম স্থানে আছে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
এরপরই রয়েছে পাকিস্তানের পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বিপিএল-এর চেয়ে অনেক পরে শুরু হওয়া লিগগুলোও এই তালিকায় জায়গা করে নিয়েছে।
কেন বিপিএল সেরা ৭-এর বাইরে?
বিবিসি ও ক্রিকভিজের এই জরিপে বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন: ম্যাচের শেষ ওভার ও শেষ বলের রোমাঞ্চ, প্রতি ম্যাচে গড় রানের সংখ্যা ও বাউন্ডারির সংখ্যা, পেসার এবং স্পিনারদের উইকেট নেওয়ার হার।
মাঠে এবং সামাজিক মাধ্যমে দর্শকের আগ্রহ, বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ও লিগের সামগ্রিক মান।
বিপিএলের মান ক্রমশই কমেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টুর্নামেন্টের নির্দিষ্ট সময়সূচি না থাকা, আন্তর্জাতিক মানের সম্প্রচার ব্যবস্থার অভাব এবং বড় তারকা খেলোয়াড়দের আগ্রহ না থাকাই এর মূল কারণ।
এছাড়া, ফ্র্যাঞ্চাইজি মালিকদের স্বেচ্ছাচারিতা এবং ফিক্সিংয়ের অভিযোগও টুর্নামেন্টের মানকে খারাপ করেছে।
যদিও এই মুহূর্তে বিপিএল পিছিয়ে আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন ১২তম আসর নিয়ে আশাবাদী। তারা জানিয়েছে, এই আসরে বেশ কিছু পরিবর্তন আনা হবে।
এর মধ্যে রয়েছে: স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নিয়োগ, ভেন্যুর সংখ্যা বৃদ্ধি, নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়ন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন