বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, নেতৃত্বে পরিবর্তন এলেও কাজের ধরণে কোনো মৌলিক উন্নয়ন ঘটেনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুজন বলেন, ক্রিকেট স্বাভাবিকভাবে চলছে, জিতবে-হারবে—এটা খেলারই অংশ। কিন্তু নীতিনির্ধারণের ক্ষেত্রে আমি নতুন কিছু দেখছি না। মনে হচ্ছে এখনও আগের আমলের মতোই চলছে সবকিছু।
২০২৪ সালের আগস্টে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের পর প্রথমে ফারুক আহমেদ এবং চলতি বছরের মে মাসে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন। তবে সুজন মনে করেন, বোর্ডের পরিবর্তনে বাস্তব কোনো উন্নতি আসেনি।
তিনি বলেন, কোচ বা কিউরেটর আসা-যাওয়া করছে, এগুলো ঠিক আছে। কিন্তু প্রকৃত উন্নয়ন কোথায়? এক বছরে কোনো নতুন মাঠ বা ইনডোর সুবিধার প্রস্তাবও শুনিনি।
পূর্বাচলের মাঠও এখনো তৈরি হয়নি। শুধু মাঠ পরিদর্শন বা বয়সভিত্তিক টুর্নামেন্ট দিয়ে উন্নয়ন হবে না।
সুজন আরও অভিযোগ করেন, কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ক্রিকেট বিকেন্দ্রীকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তার মতে, অ্যাডহক কমিটির মাধ্যমে হলেও অন্তত এক-দুটি বিভাগীয় প্রকল্প হাতে নেয়া যেত।
তিনি আরও বলেন, চট্টগ্রামে আক্রাম খান, রাজশাহীতে পাইলট, বরিশালে নাফীস—এভাবে দায়িত্ব দিয়ে বিকেন্দ্রীকরণ শুরু করা যেত।
এদিকে বিসিবি নতুন সভাপতি আমিনুল ইসলাম প্রতিটি বিভাগীয় শহরে মিনি বিসিবি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন এবং এরই মধ্যে বিভিন্ন বিভাগে সফর করেছেন।
তবে সুজন মনে করেন, প্রতিশ্রুতির চেয়ে মাঠ পর্যায়ে দৃশ্যমান কাজ শুরু করাটাই জরুরি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন