আসন্ন বিপিএলে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি দল নোয়াখালী এক্সপ্রেস। খেলা শুরুর আগেই দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায়। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে, দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।
বেশ কিছুদিন গুঞ্জনের পর শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ নিজেই। অ্যাম্বাসেডর হওয়ার আনন্দ প্রকাশ করে পলাশ বলেন, ‘আমি যেমন সবসময় রক অ্যান্ড রোল থাকি, নোয়াখালী এক্সপ্রেসও এবার রক অ্যান্ড রোলে থাকবে।’
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিপিএলের গ্যালারিতেও দেখা যাবে পলাশকে। শুধু উপস্থিতিই নয়, বিদেশি তারকাদের নিয়ে নোয়াখালীর সংস্কৃতি তুলে ধরার পরিকল্পনাও আছে তার।
পলাশ বলেন, ‘খেলার মাঠের বাইরে বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীতে এনে আমাদের আঞ্চলিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেব। নোয়াখালীর ভাষা, খাবার, মানুষ—সব মিলিয়ে তাদের সামনে তুলে ধরতে চাই এক আসল নোয়াখালী।’
নিজ এলাকা নিয়ে তার আবেগের কথাও জানালেন এ অভিনেতা। তিনি বলেন, ‘নোয়াখালীর সঙ্গে আমার নাড়ির টান। সেখানকার আঞ্চলিক ভাষা ব্যবহার করেই আমি জনপ্রিয়তা পেয়েছি। সেই নোয়াখালীকে যদি আমার মাধ্যমে বিশ্বের দরবারে একটু হলেও তুলে ধরতে পারি, এর চেয়ে গর্বের কিছু নেই।’
দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, এই আনন্দের সময়ে আমি আমার বাবা–মা, মেন্টর কাজল আরেফিন অমি ভাই এবং আমাদের দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাই।
নতুন দল, নতুন পরিকল্পনা—সব মিলিয়ে নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। আর সেই প্রত্যাশায় নতুন মাত্রা যোগ করলেন কাবিলা খ্যাত পলাশ, যিনি এবার মাঠের বাইরে থেকেও নিজের অঞ্চলের সংস্কৃতি বিদেশি তারকাদের সামনে তুলে ধরতে চান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন