ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এমসিসি পরামর্শক কমিটির চেয়ারম্যান সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০২:৩৮ পিএম
ছবি: ইন্টারনেট

‘ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড’ নামে নতুন করে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) একটি কমিটি গঠন করা হয়েছে। এই পরামর্শক কমিটির প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পেলেন এমসিসির সাবেক চেয়ারম্যান ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমারা সাঙ্গাকারা। ১৩ সদস্যের বোর্ডে আছেন আইসিসির চেয়ারম্যান ও ভারতীয় বোর্ডের সাবেক সচিব জয় শাহও।

 ক্রিকেট খেলার বৈশ্বিক অবস্থা পর্যালোচনা করার জন্য শতাধিক ক্রিকেট ব্যক্তিত্বকে নিয়ে গত বছর ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস ফোরাম আয়োজন করেছিল এমসিসি। লর্ডসে সেই আয়োজনে আমন্ত্রণ পাননি জয় শাহ। তাকে এবার রাখা হলো প্রথম গঠিত বোর্ডে। 

এমসিসির ক্রিকেট কমিটির পথচলা শুরু হয়েছিল ২০০৬ সালে। সম্পূর্ণ স্বাধীন এক কমিটির কোনো আনুষ্ঠানিক ক্ষমতা ছিল না, তবে সমসাময়িক ক্রিকেটের প্রাসঙ্গিক অনেক কিছু নিয়ে আলোচনা করত এই কমিটি এবং আইনকানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে সুপারিশ করত। তাদের সুপারিশের ভিত্তিতেই আইসিসির সভায় বিভিন্ন পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতো। 

ডিআরএস চালু করা, গোলাপি বলে দিন-রাতের টেস্ট, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্ম, ব্যাটের আকার, গত দেড় যুগে ক্রিকেটের ছোট-বড় এরকম অনেক পরিবর্তন এসেছে ক্রিকেট কমিটির সুপারিশেই। 

সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার, ক্রিকেট ব্যক্তিত্বরা থাকতেন এই কমিটিতে। সম্মানজনক এই কমিটিতে ২০১৭ সালে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি সাকিব আল হাসানও। আরেকটু বেশি কাজের ব্যাপ্তি ও বড় লক্ষ্য নিয়ে এবার সেই কমিটির জায়গা নিচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড। 

সাঙ্গাকারা ও জয় শাহ ছাড়াও এই বোর্ডের উল্লেখযোগ্য নাম সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ। 

এমসিসি জানায়, লর্ডসে দ্বিতীয় ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস ফোরাম হবে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আগামী ৭ ও ৮ জুন। এরপরই ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ডের প্রথম সভা হবে। 

এছাড়া বছরজুড়েই অনলাইনে সংযুক্ত থাকবে এই বোর্ড বা প্রয়োজন অনুযায়ী সভা করবে। এমসিসি বা মেরিলিবোন ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৭৮৭ সালে। পরের বছর থেকে ক্রিকেটের আইনকানুন তৈরির দায়িত্ব নেয় তারা। 

১৮১৪ সাল থেকে তাদের ঠিকানা লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ‘হোম অব ক্রিকেট’ বা ক্রিকেট-তীর্থ বলে পরিচিত এই মাঠের মালিকানাও এই ক্লাবের। একসময় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাও ছিল এমসিসিই। পরে ১৯০৯ সালে গঠিত হয় ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স বা আইসিসি। 

১৯৬৫ সালে এটির নাম বদলে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স। পরে ১৯৮৭ সাল থেকে চলে আসছে বর্তমান নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি হলেও ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা এখনো এমসিসিই।