ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬৪তম ম্যাচে টস জিতে বোলিংয়ে গুজরাট টাইটানস। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে লখনৌ সুপার জায়ান্টস।
আজ বৃহস্পতিবার দিনের একমাত্র খেলায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল।
এদিকে চলতি আসর থেকে আগেই ছিটকে গেছে লখনৌ সুপার জায়ান্টস। ১২ ম্যাচে ৫ জয় ও ৭ পরাজয় নিয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়ছে লোকনৌ।
অপরদিকে এ ম্যাচটি গুজরাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে নিজেদেরকে এক বা দুইয়ে থেকে প্রথম রাউন্ড শেষ করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।
১২ ম্যাচে ৯ জয় ৩ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বরে এখনো গুজরাট টাইটানস। তার পিছনে ১২ ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের ২ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
১২ ম্যাচে ব্যাঙ্গালুরু সমান ১৭ পয়েন্ট নিয়ে রাননেটের কারণে টেবিলের ৩ নম্বরে প্রীতির পাঞ্জাব কিংস।