ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬৯তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ানস। আজকের ম্যাচে যে দল জয়লাভ করবে তারাই চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।
আইপিএলে দিনের একমাত্র খেলায় আজ সোমবার (২৬ মে) জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায় শ্রেয়াস আইয়ার।
এদিকে ১৩ ম্যাচে ৮ জয় ও ৪ পরাজয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে অবস্থান করছেন প্রীতির পাঞ্জাব কিংস।
অপরদিকে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ১৩ ম্যাচে ৮ জয় ও ৫ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস।
প্রথম পর্বের খেলায় দু’দলেরই আজকে শেষ ম্যাচ, এ ম্যাচে যে দল জয় পাবে তারাই গুজরাট টাইটানসকে টপকে চলে যাবে টেবিলের শীর্ষে।
চলতি আসরে ১৪ ম্যাচে ৯ জয় ও ৫ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছেন শুভমান গিলের গুজরাট।