শ্রীলঙ্কাকে পেলেই যেন নতুন করে জ্বলে ওঠেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও এসেছিল এই লঙ্কানদের বিপক্ষেই। এবার গল টেস্টে আরও একটি দুর্দান্ত সেঞ্চুরি যোগ করলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।
মঙ্গলবার (১৭ জুন) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে দিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। মাত্র ৫ রানেই প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর আরও দুটি দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।
এ অবস্থায় চতুর্থ উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম দলের হাল ধরেন। শুরুতে সতর্ক, পরে আক্রমণাত্মক হয়ে দুই ব্যাটার গড়ে তোলেন দারুণ জুটি। শান্ত ২০২ বলে ১১ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন। এরপর মুশফিক ৫ চার সহযোগে ১৭৬ বলে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির দেখা পান।
এর আগে ইনিংসের পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরে ভালো লেন্থের বল খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ০ রানে সাজঘরে ফেরেন ওপেনার এনামুল হক বিজয়। এরপর মুমিনুল হক (২৯) ও সাদমান ইসলাম (১৪) দ্রুত আউট হলে আরও বিপদে পড়ে বাংলাদেশ।
তবে শান্ত ও মুশফিকের দৃঢ় ব্যাটিংয়ে চা-বিরতির আগেই ঘুরে দাঁড়ায় সফরকারী দল। শ্রীলঙ্কার স্পিন ও পেস আক্রমণ সামলে ঠাণ্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটার।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন