ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

আইসিসির শীর্ষ পদে আরেক ‘ভারতীয়’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০১:০৫ পিএম
সঞ্জোগ গুপ্তা। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় মিডিয়া অঙ্গনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি সঞ্জোগ গুপ্তা। সোমবার আইসিসির পক্ষ থেকে তার নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া শেষে এই সিদ্ধান্তে উপনীত হয় সংস্থাটি, যার প্রাথমিক সূচনা হয়েছিল ২০২৫ সালের মার্চে।

আইসিসি জানিয়েছে, নতুন সিইও পদের জন্য মোট ২৫টি দেশের ২,৫০০-এর বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে ১২ জনকে চূড়ান্তভাবে তালিকাভুক্ত করা হয়।

যাদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসকদের পাশাপাশি বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট নির্বাহীরা।

এই প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচনের দায়িত্বে ছিলেন আইসিসির মনোনয়ন কমিটি। যার সদস্যরা হলেন, আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা এবং বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

তাদের সুপারিশের ভিত্তিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ সঞ্জোগ গুপ্তার নাম অনুমোদন করেন এবং পরে এটি আইসিসির পূর্ণ বোর্ড দ্বারা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।

নিয়োগের পর এক বিবৃতিতে সঞ্জোগ গুপ্তা বলেন, ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে আমি মুখিয়ে আছি। খেলাটির বৈশ্বিক পরিসর বাড়ানো হবে।

এবং ভক্তদের অভিজ্ঞতা উন্নত করা, আইসিসি সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে শক্তিশালী ভিত্তির ওপর নতুন কিছু গড়তে চাই।

সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করা সঞ্জোগ গুপ্তা ২০১০ সালে স্টার ইন্ডিয়াতে (বর্তমানে জিওস্টার) যোগ দেন। এরপর কন্টেন্ট, প্রোগ্রামিং ও কৌশল পরিকল্পনাসহ বিভিন্ন নেতৃত্বাধীন পদে কাজ করেন।

২০২০ সালে তিনি ডিজনি এবং স্টার ইন্ডিয়ার স্পোর্টস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন।

পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে ভায়াকম১৮ ও ডিজনি স্টার একীভূত হওয়ার পর তিনি জিওস্টার স্পোর্টসের সিইও হিসেবে নিযুক্ত হন।