ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি

বাংলাদেশ ম্যাচের জয়-পরাজয় নিয়ে তর্কাতর্কি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৪:৩২ পিএম
খেলার আগে অনুশীলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ম্যাচকে ঘিরে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। কেউ পক্ষে, কেউ আবার বিপক্ষে। ক্রিকেট মাঠে বাংলাদেশের পরাজয় যেন রোজকার রুটিনের মতো হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পরাজয়ের পাল্লাটা বেশ ভারী।

নিজেদের তুলনায় অনেক ছোট দলের বিপক্ষে খুঁইয়েছে সিরিজ। কখনো ব্যাটিং ব্যর্থতা, কখনো আবার বোলিং ব্যর্থতা। ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না টিম টাইগারদের।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যান বিবেচনায় এই ম্যাচটি টাইগারদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

পরিসংখ্যান ও শক্তির পাল্লা

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বারের মুখোমুখি সাক্ষাতে বাংলাদেশের ৬ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ১১টি। এই পরিসংখ্যান স্পষ্টতই লঙ্কানদের এগিয়ে রাখছে।

ক্রিকবাজ এবং ক্রিকেট এক্সচেঞ্জের মতো জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটগুলোর পরিসংখ্যানও শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিচ্ছে।

তাদের তথ্য অনুযায়ী, এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা মাত্র ৩১% যেখানে শ্রীলঙ্কার সম্ভাবনা ৬৯%।

বাসে উত্তাপ, মাঠে কী হবে?

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ম্যাচ ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এমনকি বলাকা বাসের যাত্রীদের মধ্যেও দেখা গেছে তর্ক-বিতর্ক, হাতাহাতি এবং মারামারি।

একদল আত্মবিশ্বাসী বাংলাদেশের জয় নিয়ে, অন্যরা আবার টানা সিরিজ হারের কারণে টাইগারদের পরাজয়ের পক্ষে বাজি ধরতে চাইছে।

তবে দেশের ক্রিকেটের সম্মান রক্ষার্থে অনেকে আবার পরাজয়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন। শতকরা হিসেবে বাংলাদেশের জয়ের পক্ষে ২০% এবং বাংলাদেশের পরাজয়ের পক্ষে ৮০%।

লিটনের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। তার নেতৃত্বে দল কি পারবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারায় ফিরতে?

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের ওপরই অনেকটা নির্ভর করবে দলের সাফল্য।

বিশেষ করে, সম্প্রতি দলের ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে জয়ের ধারায় ফেরাটা জরুরি।

এদিকে আজকের ম্যাচে বাংলাদেশ দল নিজেদের সেরাটা দিয়ে খেললে এবং ব্যক্তিগত নৈপুণ্যগুলো জ্বলে উঠলে, পরিসংখ্যানের বাইরে গিয়েও জয় ছিনিয়ে আনা অসম্ভব নয়।

ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আর এই অনিশ্চয়তাই তো এই খেলার আসল সৌন্দর্য। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসে।