মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় পাকিস্তান।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা খেলাটি শুরু হয়। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে আসেন সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান।
ক্রিজে ৪ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৩৭ রান নিয়ে ব্যাট করছেন সাহিবজাদা ফারহান, এবং ১১ বলে ১৪ রান নিয়ে খেলছেন সাইম আইয়ুব।
এদিকে, এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠে আসার সুযোগ পাবে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০ এবং অবস্থান ১০ নম্বরে।
যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ২২৩, যা ৯ নম্বরে থাকা আফগানিস্তানের সমান হবে।
ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকলে বাংলাদেশ আফগানদের টপকে যাবে এবং প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে আসবে।
অন্যদিকে, যদি পাকিস্তান হোয়াইটওয়াশ হয়, তাহলে তাদের রেটিং ৪ পয়েন্ট কমবে। তবে এতেও তারা শীর্ষ আটের মধ্যেই থাকবে।